রিয়েলমি c35 দাম কত বাংলাদেশে - হ্যালো আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভাল আছেন । আর আমি আপনাদের সকলের দোয়ায় এবং ভালোবাসায় খুবই ভালো আছি । বন্ধুরা আজকের এই নতুন পোস্টে আমি আপনাদের সাথে রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল নিয়ে আলোচনা করব । বর্তমান বাংলাদেশে রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল খুবই জনপ্রিয়তা লাভ করেছে । কারণ রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল গুলোর ডিসপ্লে, ক্যামেরা, স্টোরেজ, ব্যাটারি এবং কর্মক্ষমতা খুবই ভালো । বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে রিয়েলমি ব্র্যান্ড এর অন্যতম একটি জনপ্রিয় মডেল রিয়েলমি c35 এর সঠিক দাম এবং বিভিন্ন তথ্য শেয়ার করব । তাই চলুন শুরু করা যাক ।
{tocify} $title={Table of Contents}
রিয়েলমি c35 সম্পূর্ণ স্পেসিফিকেশন
রিয়েলমি c35 মোবাইলটি ১৪/০২/২০২২ প্রথম প্রকাশিত হয়েছে ।
রিয়েলমি c35 মোবাইলটির রং হবে উজ্জ্বল কালো, জ্বলজ্বল সবুজ ।
রিয়েলমি c35 মোবাইলটির নেটওয়ার্ক থাকবে : ২জি, ৩জি এবং ৪জি ।
রিয়েলমি c35 মোবাইলটির সিম হবে: ডুয়াল ন্যানো সিম ।
ক্যামেরা
রিয়েলমি c35 মোবাইলটির পিছনের ক্যামেরায় ট্রিপল ৫০+২+০.৩ মেগাপিক্সেল থাকবে এবং ভিডিও রেকর্ডিং হবে সম্পূর্ণ এইচডি (1080p) ।
রিয়েলমি c35 মোবাইলটির সেলফি ক্যামেরায় ৮ মেগাপিক্সেল থাকবে এবং ভিডিও রেকর্ডিং হবে এইচডি (720p) ।
ডিসপ্লে
রিয়েলমি c35 মোবাইলটির ডিসপ্লে ৬.৬ ইঞ্চি থাকবে এবং রেজোলিউশন সম্পূর্ণ এইচডি + 1080 x 2401 পিক্সেল (401 ppi) ।
কর্মক্ষমতা
রিয়েলমি c35 মোবাইলটির অক্টা কোর, ২.০ GHz পর্যন্ত এবং জিপিইউ : মালি-G57 MP1 । বন্ধুরা রিয়েলমি c35 মোবাইলটির চিপসেট ইউনিসক টাইগার T616 (12nm) এবং অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ (রিয়েলমি UI 2.0) ।
ব্যাটারি
বন্ধুরা রিয়েলমি c35 মোবাইলটির ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার ৫০০০ mAh (অপসারণযোগ্য) এবং ১৮ওয়াট দ্রুত চার্জিং ।
স্টোরেজ
রিয়েলমি c35 মোবাইলটির র্যাম রয়েছে ৪/৬ জিবি এবং রম রয়েছে ৬৪/১২৮ জিবি ।
রিয়েলমি c35 মোবাইল দাম কত | Realme c35 Price in Bangladesh
বন্ধুরা বর্তমান বাংলাদেশে রিয়েলমি c35 মোবাইলটির অফিসিয়াল দাম ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম = ১৬,৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম = ১৮,৯৯৯ টাকা ।
জেনে নিন রিয়েলমি c35 মোবাইলটির ভালো দিক
- মোবাইলটির Unisoc T616 চিপসেটের সাথে শালীন কর্মক্ষমতা রয়েছে
- মোবাইলটির সূক্ষ্ম চেহারা নকশা
- 5000 mAh বড় ব্যাটারি, 18ওয়াট দ্রুত চার্জিং
- ক্যামেরা শালীন
জেনে নিন রিয়েলমি c35 মোবাইলটির খারাপ দিক
- মোবাইলটির সেলফি ক্যামেরায় সম্পূর্ণ এইচডি রেকর্ডিং নাই
- মোবাইলটি পানি প্রতিরোধী না
- মোবাইলটির দাম একটু বেশি
শেষ কথা
বন্ধুরা আমরা এই পোস্টে আপনাদের সাথে রিয়েলমি c35 এর সঠিক দাম এবং বিভিন্ন তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি । আমরা আশা করি আপনি এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়েছেন এবং রিয়েলমি c35 এর সঠিক দাম জানতে পেরেছেন । বন্ধুরা আপনার যদি এই মোবাইল সম্পর্কে আরো কোন তথ্য জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন ধন্যবাদ ।